আলোচনা সভা
নানা কর্মসূচির মধ্য দিয়ে নগরীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে এগিয়ে যেতে হবে। অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা সমিতির সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন সভায় স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ হাশেম, মো. আবদুর রশীদ, কাজী নজমুল হক, আবদুস সাত্তার, সিনিয়র আইনজীবী আবু নাসের চৌধুরী, সামশুল আলম, আবু তাহের, সালাউদ্দিন চৌধুরী লিপু, এরমাদুর রহমান রিটু, কাজী মো. হাছান, আবদুল আল মামুন, রবিউল হোসনে নয়ন।
উপস্থিত ছিলেন মো. আজিজুল হক চৌধুরী, মুহাম্মদ কবির হোসাইন, মো. মঈনুল আলম চৌধুরী টিপু, মো. আলী আকবর, মো. ইমরুল হক মেনন, এ.এস.এম. রিদওয়ানুল করিম, তানজিন আক্তার সানি, মো. মেজবাহ উদ্দিন, মো. ওমর ফারুক, মোহাম্মদ নাজমুল ইসলাম, মনজুর হোসেন, মুহাম্মদ শফিউল আজম বাবর, শেখ তাপসী তহুরা, নাসরিন আক্তার চৌধুরী, রবিউল আলম।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে এগিয়ে যেতে হবে।
যারা এ দেশের স্বাধীনতা ও বিজয়কে মেনে নিতে পারেনি তারা দেশের উন্নতি ও অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করছে। অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
জাতীয় মহিলা সংস্থা
জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা সংস্থার সদস্য কল্পনা লালার সভাপতিত্বে সংস্থার কার্যালয়ে অনু্িষ্ঠত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি চেমন আরা তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সাবেক সদস্য জান্নাত আরা মঞ্জু। সংস্থার সদস্য সঞ্চিতা বড়ুয়ার সঞ্চালনায় অতিথি ছিলেন সংস্থার সদস্য হাসিনা মমতাজ, জাহান আরা নাজনীন।
আরো উপস্থিত ছিলেন নিলুফার জাহান বেবী, জেলা কর্মকর্তা শাহানা পারভীন, জহিরুল ইসলাম, নাঈম পারভেজ।
জেলা শিল্পকলা একাডেমি
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো ১৬ ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা।
শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আবৃত্তি প্রশিক্ষক ফারুক তাহেরের সঞ্চালনায় ও শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। অতিথির বক্তব্য রাখেন জয়ন্তী লালা, সুজিত রায়, শিল্পকলা একাডেমির কাযনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মঈন উদ্দিন কোহেল, নির্বাহী সদস্য বাপ্পা চৌধুরী, কঙ্কন দাশ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার। আলোচনা সভার পর কন্ঠশিল্পী সুজিত রায়, জয়ন্তী লালা, আবদুর রহিম, মো. মোস্তফা কামাল, শ্রেয়সী রায় গান পরিবেশন করেন।
এরপর দলীয় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির নৃত্য, আবৃত্তি ও সঙ্গীতদল।
চট্টগ্রাম শিশু একাডেমি
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞার সভাপতিত্বে ও একাডেমির প্রশিক্ষক অ্যাডভোকেট মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, সাংবাদিক রনজিত কুমার শীল।
বক্তব্য রাখেন শিশু বিকাশ কেন্দ্রের ঠিকাদার মো. আলমগীর ও শিশু প্রতিনিধি সাজেদা রহমান মীম।
আলোচনা সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রতিটি নাগরিককে নিজের দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়ন, অগ্রগতি ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
মহান বিজয় দিবস উপলক্ষে সিআইইউ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য ভার্চুয়ালি এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফ ইকবাল, আইকিউএসির উপদেষ্টা ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, এইচআরএম বিভাগের প্রধান অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ইংরেজি বিভাগের প্রধান রিফাত তাসনীম, প্রভাষক নসিহ উল ওয়াদুদ আলম, ড. ইমন কল্যাণ চৌধুরী, সহকারী অধ্যাপক আতিকুর রহমান, স্কুল অব ল’র প্রভাষক মো. আদনান কবির, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, প্রশাসনিক শাখার উপ-পরিচালক কুমার দোয়েল দে, শিক্ষার্থী সন্ত সত্তম বিশ^াস দীপ, রেজওয়ানা রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি