সুপ্রভাত ডেস্ক »
গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের ১৫ বছরের শাসন অবসানের পর নির্বাচন আয়োজনের প্রয়োজনে দায়িত্ব নিচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার রাতেই বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের কাছ থেকে শপথ নেবেন তারা।
প্রধান উপদেষ্টা হিসেবে এই সরকারের নেতৃত্ব দেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। এই যাত্রায় উপদেষ্টা হিসেবে তার সঙ্গে থাকছেন ১৬ জন।
১. সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ
২. লেখক, রাজনীতি-বিশ্লেষক, কলামিস্ট অধ্যাপক আসিফ নজরুল
৩. সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান
৪. সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ
৫. সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন
৬. বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান
৭. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম
৮. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. সাবেক নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন
১০. সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা
১১. বেসরকারি উন্নয়ন গরেষণা সংস্থা উবিনীগ-এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর ও দেওবন্দি ইসলামি পণ্ডিত আ ফ ম খালিদ হোসেন
১৪. গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম
১৫. নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদ
১৫. অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক