অনিয়ম-দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম চেম্বার সেক্রেটারি বরখাস্ত

সুপ্রভাত ডেস্ক »

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চিটাগাং চেম্বার অব কমার্সের সেক্রেটারি ইনচার্জ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক চাকরিচ্যুত হয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের (ডিটিও) নির্দেশে চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা গত মঙ্গলবার (২০ মে) তাকে বরখাস্ত করেন।

চিটাগাং চেম্বার অব কমার্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা ২৪ ফেব্রুয়ারি সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফারুককে চাকরি থেকে অব্যাহতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের (ডিটিও) মহাপরিচালকের কাছে এক চিঠি দেন । এতে তিনি উল্লেখ করেন, ইঞ্জিনিয়ার ফারুক চেম্বারের সেক্রেটারি ইনচার্জ হওয়ার পর দীর্ঘদিন ধরে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তিনি নিজের পছন্দের লোকদের চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি এবং বেতনবৃদ্ধিসহ বিভিন্ন বৈষম্যমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

ওই চিঠিতে আরো বলা হয়, ইঞ্জিনিয়ার ফারুককে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে চেম্বারের নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে গত ১৬ অক্টোবর ‘বঞ্চিত ব্যবসায়ী ফোরাম’ নামের একটি সংগঠন বাণিজ্য সংগঠন অনুবিভাগের কাছে একটি চিঠি দেয়।

চিঠিতে চেম্বারর প্রশাসক জানান, গত ৩ সেপ্টেম্বর থেকে ইঞ্জিনিয়ার ফারুক চিটাগাং চেম্বার কার্যালয়ে অনুপস্থি রয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে চেম্বারের যাবতীয় কার্যক্রম যেন বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য ইঞ্জিনিয়ার ফারুককে অব্যাহতি প্রদান এবং একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা আবেদন করেন।

বাণিজ্য সংগঠন অনুবিভাগের (ডিটিও) মহাপরিচালক এই চিঠি পাওয়ার পর ইঞ্জিনিয়ার ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেম্বারের প্রশাসককে নির্দেশ দেন। এরপর চেম্বারের প্রশাসক সেক্রেটারি ইনচার্জ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুককে বরখাস্ত করেন।