সুপ্রভাত ডেস্ক :
অক্ষয়কুমার ও রানা দগ্গুবটী দু’জনে মিলে একটি অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছেন। ‘সোশ্যালসোয়্যাগ’ নামে এই ডিজিটাল মাধ্যমে দর্শক বা ক্রেতারা সহজেই তারকা, ব্লগার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে ব্যক্তিগত আলাপচারিতার মাধ্যমে কিছু শিখতে পারবেন। ভারতে প্রথম এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যেখানে সরাসরি তারকাদের সঙ্গে লাইভ চ্যাট করার বা তাদের কাছে মাস্টারক্লাসের ব্যবস্থা করা হবে। অক্ষয় জানিয়েছেন যে, খেলা-বিনোদন জগতের পাশাপাশি বিভিন্ন বিষয়ে ভোকেশনাল কোর্সের সুযোগও থাকবে এই প্ল্যাটফর্মে। আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ লঞ্চ করা হবে এটি। বছরের প্রথম কোয়ার্টারে কী কী দেখানো হবে, তা নিয়েই এখন কাজ করছে অক্ষয় ও রানার টিম।
মাসকয়েক আগে ইউটিউব চ্যানেলও লঞ্চ করেছিলেন রানা। ডিজিটাল মাধ্যমে এ ধরনের কাজ ব্যবসায়িক দিক থেকেও সফল হবে বলে মনে করছেন তিনি। এর আগে অমর চিত্রকথা-র সঙ্গে যৌথ উদ্যোগে হায়দরাবাদে অমর চিত্রকথা লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন রানা। খবর : আনন্দবাজার’র।
বিনোদন