জিয়াবুল হক, টেকনাফ »
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ- পথে নাফনদী ও বঙ্গোপসাগরের আশেপাশে আসতে শুরু করেছে অতিথি পাখির দল। নানা জাতের অতিথি পাখির কলকাকলিতে ইতোমধ্যে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন উপকূল ও সেন্টমার্টিন দ্বীপ।
এসব অতিথি পাখি দেখতে পর্যটকবাহী জাহাজে ভিড় করছে দেশি-বিদেশি পর্যটক। অতিথি পাখির খুনসুটি আর ছোটাছুটিতে মন ভরছে তাদের। দেশি-বিদেশি পর্যটকদের আনন্দ বাড়িয়েছে অতিথি পাখি। বিশেষ করে টেকনাফ দমদমিয়া জেটি ঘাট দিয়ে জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার পথে নানা জাতের অতিথি পাখির উপস্থিতি চোখে পড়ছে। এসব এলাকার উপকূল জুড়ে বিভিন্ন প্রান্তে দলে দলে বাসা বাঁধছে নানা দেশের অতিথি পাখি।
গতকাল সকালে টেকনাফ দমদমিয়া জেটি ঘাটে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে আসা ঢাকা মোহাম্মদপুর এলাকার মো. আলম, মশিউর রহমান, শহিদুল ইসলামসহ একাধিক পর্যটক জানান, বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির বেশির ভাগই এখন বাসা বেঁধেছে টেকনাফ ও সেন্টমার্টিন এলাকার উপকূলীয় প্যারাবন এবং গ্রাম অঞ্চলের গাছগাছালিতে। ঝাঁকে ঝাঁকে দূরদেশের এসব পাখি সেন্টমার্টিন দ্বীপের হোটেল-কটেজের ছাদ, গাছের ডাল, পর্যটকবাহী জাহাজের ছাদে উড়ে বেড়াচ্ছে।