অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগার পাস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-ঠিকানা জানতে পারেনি পুলিশ। বর্তমানে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রাত ২টা ৫০ মিনিটে খুলশী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় জানা যায়নি।