অজি ও পাকিস্তানকে নিয়ে সিরিজ টাইগারদের!

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার জন্য বেশ আগেভাগেই পরিকল্পনায় নেমেছে প্রতিযোগী দেশগুলো। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই ফরম্যাটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার চিন্তা করছে পাকিস্তান। ওই সিরিজে কেবল অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল। তবে এর বদলে ত্রিদেশীয় সিরিজ আয়োজন হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। সূত্রের বরাতে তারা জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) উপমহাদেশে হতে যাওয়া যেকোনো আইসিসি ইভেন্টের আগেই একই ঘরানার কন্ডিশনের দেশে সফর করে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফরম্যাটটিতে বাংলাদেশের মাটিতে ৫ ম্যাচের সিরিজ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে অজিরা। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও লঙ্কানদের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। সে কারণে তারা ফেব্রুয়ারিতে পাকিস্তানে সিরিজ খেলতে আসবে, তবে দ্বিপাক্ষিক লড়াইয়ের বদলে হতে পারে ত্রিদেশীয় সিরিজ। সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের একাধিক দ্বিপাক্ষিক সিরিজের কল্যাণে ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। পিসিবি চেয়ারম্যান ও এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সভাপতি মহসিন নাকভি চান বাংলাদেশ যেন ত্রিদেশীয় সিরিজে অন্তর্ভুক্ত হয়। তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। এই সময়েই ত্রিদেশীয় সিরিজ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা করতে পারেন পিসিবি প্রধান। শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের বিষয়টি পাকাপোক্ত হলে বাংলাদেশ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার এই লড়াই হতে পারে সাত ম্যাচের ফরম্যাটে। প্রতিটি দল পরস্পর দু’বার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। পাকিস্তান অবশ্য আরও একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে আলোচনা করছে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। যা চলতি বছর এশিয়া কাপের আগে হতে পারে বলে জানান আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইস আশরাফ, ‘পাকিস্তানের বিরুদ্ধে আগস্টে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা, কিন্তু আরব আমিরাতকেও যুক্ত করতে চায়। এশিয়া কাপের জন্য ত্রিদেশীয় সিরিজ বেশ সহায়ক হতে পারে।’
এখন সব পরিকল্পনাই যে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে, তা বলার আর অপেক্ষা রাখে না। পিসিবি বেশ জোরেশোরে নেমেছে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি সারতে। ত্রিদেশীয় সিরিজে তারা আরব আমিরাতের মাটিতে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাবে। যেখানে এশিয়া কাপের ম্যাচ হতে পারে বলেও মনে করা হচ্ছে।