অক্সিজেন মোড় এলাকায় বস্তিতে আগুন

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় কেডিএস ফ্যাক্টরির পেছনের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে—তা তদন্তের পর জানা যাবে।