সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ৫ অক্টোবর। প্রথমবারের মত এককভাবে এবারের আসরের আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এরই মধ্যে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, এবারের শিরোপাজয়ীরা প্রাইজমানি হিসেবে কত টাকা করে পাবে? রানার্সআপ দলের জন্যই বা কি থাকছে? আইসিসি জানিয়েছে, পুরো টুর্নামেন্টের জন্য বাজেট ধরা হয়েছে মোট ১ কোটি মার্কিন ডলার। টাকার অংকে এর পরিমাণ দাঁড়ায় ১০৯ কোটি ৭২ লাখ ৮৬ হাজার টাকা। এবারের আসরে শিরোপাজয়ী দল পাবে ৪০ লাখ ইউএস ডলার বা ৪৩ কোটি ৮৯ লাখ ১৪ হাজার টাকা।
শিরোপার একেবারে কাছাকাছি গিয়েও ট্রফি ছুঁতে না পারা রানার্স-আপ দলকে দেওয়া হবে ২০ লাখ ইউএস ডলার বা ২১ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলের প্রত্যেকে পাবে ৮ লাখ ইউএস ডলার বা ৮ কোটি ৭৭ লাখ ৮২ হাজার টাকা করে। এবারের আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও আইসিসির বন্টিত অর্থের ভাগ পাবে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ৬ দলের প্ররত্যকের জন্য বরাদ্দ থাকছে ১ লাখ ইউএস ডলার বা ১ কোটি ৯ লাখ ৭২ হাজার টাকা। এছাড়া গ্রুপ পর্বের প্রত্যেক বিজয়ী দলের হাতে তুলে দেয়া হবে ৪০ হাজার ইউএস ডলার বা ৪৩ লাখ ৮৯ হাজার টাকার প্রাইজমানি। খবর জাগোনিউজ’র