সংবাদদাতা, বান্দরবান :
পার্বত্য এলাকার মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ সরকার, মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, পার্বত্য এলাকা আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে পাহাড়ের প্রতিটি উপজেলা থেকে প্রতিটি গ্রামে স্কুল-কলেজ নির্মাণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সুফল পৌঁছে দিচ্ছে বর্তমান সরকার। গতকাল সকালে লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধনকালে এ কথা বলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
মন্ত্রী এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৬ কোটি টাকা বরাদ্দে ১৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেন।
পরে আজিজনগর বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য (বাস্তবায়ন) মো. হারুন অর রশীদ, পার্বত্য জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজলকান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বান্দরবানের সহকারী প্রকৌশলী মো. মুজিবুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী তুষিত চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ।
Uncategorized