না ফেরার দেশে আহম্মেদ সাইফুদ্দিন খালেদ খসরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, সাহিত্যিক মরহুম ড. রশীদ আল ফারুকীর সন্তান চবি ২১ তম ব্যাচের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আহম্মেদ সাইফুদ্দিন খালেদ খসরু সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা–৫০ মিনিটে নগরীর পার্ক ভিউ হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

আহম্মেদ সাইফুদ্দিন খালেদ খসরুর নামাজে জানাযা মঙ্গলবার (১২ আগস্ট) বাদে জোহর কাতালগঞ্জ বড় মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নানা সময়ে বিভিন্ন ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি ছাব্বিশতম ব্যাচের শিক্ষার্থী সমাজতত্ত্ব বিভাগের শাকিলা নাসরিনের স্বামী। বিশিষ্ট কলামিস্ট ও ব্যাংকার মরহুম মোহাম্মদ ইদ্রিস ছিলেন তাঁর শ্বশুর।

ব্যক্তি জীবনে সফল ব্যাংকার, ছাত্রজীবনে প্রগতিশীল ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা এবং পরবর্তীতে চট্টগ্রামের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব আহমেদ সাইফুদ্দিন খালেদ খসরু সমাজ সমীক্ষা সংঘের অন্যতম পরিচালক, খেলাঘর মহানগর কমিটির সহসভাপতি ছিলেন।

ব্যাংকার খসরুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়েছে চবি একুশ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘আমরা একুশ’, জেলা সিপিবি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নের পক্ষ থেকে।