৪৮ ঘণ্টা আল্টিমেটাম শেষে ফের রাজধানীর শাহবাগ থানা ঘেরাও

সুপ্রভাত ডেস্ক »

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ফের রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছেন একদল শিক্ষার্থী।

রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনে এসে অবস্থান নেন।

শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে তারা শাহবাগ থানা ঘেরাও করেন।

এদিকে শাহবাগ থানার সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, এ খুনের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১১টায় টিএসসি চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন ‘আমারে ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’। স্লোগানে স্লোগানে মুখরিত হয় টিএসসি চত্বর।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য নিহত হন। সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।