সুপ্রভাত ডেস্ক »
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৮১৪ জনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী।
এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগে করোনায় কেউ মারা যাননি।
গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ।