২১ ঘণ্টা পর প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

দিনভর পণ্য পরিবহনে অচলাবস্থা

নিজস্ব প্রতিবেদক »

কনটেইনার পরিবহনের বিশেষায়িত গাড়ি প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতির কারণে সারাদিন  চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার এবং আমদানি পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল। তবে দাবি পূরণের আশ্বাসে প্রায় ২১ ঘণ্টা পর কর্মবিরতি থেকে সরে এসেছেন কনটেইনার পরিবহনকারী প্রাইম মুভার চালক শ্রমিকরা।

জানা যায়, গতকাল সকাল থেকে সারাদিন কোন বেসরকারি ডিপো থেকে বন্দরে আসেনি কোনো রপ্তানি পণ্য। পাশাপশি আমদানি পণ্যবোঝাই কনটেইনারও বন্দর থেকে ডিপোতে আসেনি। ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি পণ্য পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে।

তবে সাইফ পাওয়ার টেক পরিচালিত এনসিটি এবং সিসিটিতে কার্যক্রম চলছে। সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেবল মাত্র চট্রগ্রাম বন্দরের সাইফ পাওয়ার টেক পরিচালিত সিসিটি ও এনসিটিতে বিশেষ ব্যবস্থপনায় অপারেশন কার্যক্রম চালু আছে।

নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকারঘোষিত মজুরি প্রদানের দাবিতে চলছে প্রাইমমুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের এই ধর্মঘট। সমস্যা সমাধানে চেষ্টা অব্যহত আছে বলে জানিয়েছেন বন্দর কতৃপক্ষ। এর আগে একাধিকবার ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি।

সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভা হয়। সেখানে দাবি পূরণ সংক্রান্ত চুক্তিপত্র সই হয়।

সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম ফজলার রহমান, পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, প্রাইম মুভার মালিক সমিতির সভাপতি আবু সালেহ জুয়েল এবং শ্রম অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মালিক প্রতিষ্ঠান থেকে নিয়োগপত্র প্রদানসহ বিভিন্ন দাবিতে পরশু রাত ১২টা থেকে শ্রমিকেরা এই কর্মবিরতি শুরু করেছিলেন।