১৬ জানুয়ারিকে ‘শহীদ মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট, চট্টগ্রাম গবেষণা এর আয়োজনে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, অসংখ্য মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তরুণ প্রজন্মের কাছে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সাহসিকতার কথা জানাতে ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আলাদা একটা দিন নির্ধারণ করা দরকার।
মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও বি.এল.এফ তান্দুয়া কেম্প প্রশিক্ষক ফাহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নইমুদ্দিন আহমদ, যুদ্ধকালীন চট্টগ্রাম শহর গ্রুপ কমান্ডার ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল হারুন, শহর গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা হারিস, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অরুন দাশ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল চৌধুরী কুসুম, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম দোভাষ, বীর মুক্তিযোদ্ধা শফিক হাসান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আহমদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান, মুক্তিযোদ্ধা শাহআলম, বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা দেব প্রসাদ দেবু, বীর মুক্তিযোদ্ধা এ এম ফারুক, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলম, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল করিম, মুক্তিযোদ্ধা সুজাউদ্দৌলা বাবুল, সোলায়মান খান, সুযশময় চৌধুরী, মসিউর রহমান, পিনাকী দাশ, স্বজল কান্তি চৌধুরী, সুজিত ঘোষ, ইকবাল হোসেন, ডা. আর কে রুবেল, মুরাদ হাসান, পিযুষ বিশ্বাস, মো. ইঞ্জিনিয়ার ইনতেখাব সুমন, ইঞ্জিনিয়ার সুমন, রুবা আহসান, মুক্তা জামান, সুবর্ণা খান, প্রদীপ দেওয়ানজী, সজল চৌধুরী, রাজেশ, বাবুল চৌধুরী আরাফাতুল মান্নান ঝিনুক, বেলাল হোসেন, জয়নুদ্দিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর