সুপ্রভাত ডেস্ক »
সারা দুনিয়ায় সুপারহিরো ঘরানার ছবির জনপ্রিয়তা এক দশকেরও বেশি সময় ধরে। বলা যায়, সুপারহিরো ছবি দিয়েই মার্ভেল পরিণত হয়েছে এই সময়ের হলিউডে সবচেয়ে প্রভাবশালী স্টুডিওতে। রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জোহানসন, জেনিফার লরেন্সসহ অনেক বড় তারকাকে সুপারহিরো ছবিতে দেখা গেলেও বাদ ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েকের মতো তারকারা। অবশেষে ‘ইটারনালস’ মুক্তির মাধ্যমে সুপারহিরো জগতে অভিষেক হচ্ছে তাঁদেরও।
তারকাবহুল ছবিতে জোলি, সালমা ছাড়াও রয়েছেন ব্রিটিশ অভিনেতা রিচার্ড ম্যাডেন, কিট হ্যারিংটন প্রমুখ। তবে অনেক ভক্ত মুখিয়ে আছেন মা ডং-সিওকের পারফর্ম দেখতে। ‘ট্রেন টু বুসান’ খ্যাত জনপ্রিয় এই কোরিয়ান অভিনেতার হলিউড অভিষেক হচ্ছে ‘ইটারনালস’ দিয়ে।
সিনেমাটি পরিচালনা করেছেন ক্লোয়ে জাও। ছবির চিত্রনাট্য লিখছেন ম্যাথিউ ফিরপো ও রায়ান ফিরপো। আর বরাবরের মতো ছবির প্রযোজক মার্ভেল প্রধান কেভিন ফেইগ।
একঝাঁক তারকায় ঠাসা ‘ইটারনালস’ চলচ্চিত্রটি আগামী ১২ নভেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে চট্টগ্রামের একমাত্র আধুনিক মুভি থিয়েটার সিলভার স্ক্রীন সিনেপ্লেক্সে।