১০০ টাকার স্যালাইন ৫০০

হাজারী গলিতে জেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। রোগীদের প্রয়োজন হচ্ছে ডেক্সট্রোজ নরমাল স্যালাইন (ডিএনএস)। স্যালাইনটির খুচরা দাম ১০০ টাকা হলেও বাজারে এটির সংকট সৃষ্টি হয়েছে। কিছু ফার্মেসিতে পাওয়া গেলেও দাম নিচ্ছে ৫০০ টাকা। এ খবর পেয়ে নগরীর পাইকারি ওষুধের বাজার খ্যাত হাজারীগলিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদফতর।

গতকাল মঙ্গলবার দুপুরে হাজারী গলিতে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এবং ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফীন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘চট্টগ্রামের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে প্রায় ২ হাজার ২৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। প্রায় রোগীদের প্রয়োজন হচ্ছে ডিএনএস স্যালাইন। কিন্তু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে এ স্যালাইনটি নেই। তাই হাজারী গলিতে অভিযান পরিচালনা করা হয়।’

অভিযানের তথ্য জানিয়ে তিনি বলেন, ‘ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে অনেকে দোকান বন্ধ করে পালিয়ে যান। বেঙ্গল ফার্মেসি ও চট্টলা ফার্মেসি নামের দুটি দোকানে ১৫০ লিটার ডিএনএস স্যালাইন পাওয়া যায়। এছাড়া হাজারী গলির খাজা মার্কেটের একটি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। সতর্কতামূলক ভাবে ৩ দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘বাজারে আসলেই ডিএনএস স্যালাইনের সংকট রয়েছে। আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলব। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য সচিব স্যারের সাথে কথা বলব। বাজারে স্যালাইনের সাপ্লাই স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।’