বিনোদন ডেস্ক »
জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন। সকালে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হার্টে দুটি ব্লক পান।
রাতেই একবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। বর্তমানে তার হার্টে দুটি রিং পরানো হচ্ছে। বিষয়টি জানিয়েছেন হায়দার হোসেনের স্ত্রী নুসরাত জাহান। খবর বাংলাট্রিবিউনের। তিনি গতকাল বুধবার (৮ জুন) বেলা ৪টার সময় বলেন, ‘হায়দারের ডায়াবেটিসও আছে। চিকিৎসক হৃদরোগের কথা বলেছেন এবং দুটি পরিপূর্ণ ব্লক পাওয়া গেছে। সেটারই অপারেশন এখন হচ্ছে।’
বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন হায়দার হোসেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীতের সঙ্গেও সম্পৃক্ত। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাকে গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খানের সঙ্গেও কাজ করতেন। ৫৮ বছর বয়সী এই গায়ক কয়েক বছর ধরে গানে অনিয়মিত হয়ে পড়েছেন।
তার গাওয়া ‘৩০ বছর পরেও স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘ফাঁইস্যা গেছি’, ‘মন কী যে চায়’সহ বেশ কয়েকটি গান একসময়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। তিনি একাধারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী।