হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

জলিল-জাহান ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক »

আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করছে জলিল-জাহান ফাউন্ডেশন। চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাসহ তার আশেপাশের ৩৩টি ইউনিয়নের শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় সংযুক্ত করা হয়েছে। এছাড়া দেশের যে কোনো মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিচ্ছে আয়োজকরা।

গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা আয়োজনকারী সংস্থা জলিল-জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী এ সব তথ্য জানান।

তিনি বলেন, পূর্ণাঙ্গ ৩০ পারা ও ১৫ পারার ২টি পৃথক বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০ পারা বিভাগে ১ম পুরস্কার ১ লাখ ১ টাকা, ২য় পুরস্কার ৫০ হাজার ১ টাকা, ৩য় পুরস্কার ২৫ হাজার ১ টাকা এবং ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেকের জন্য থাকবে ১০ হাজার ১ টাকা পুরস্কার। একইভাবে ১৫ পারা বিভাগে ১ম পুরস্কার ৫০ হাজার ১ টাকা, ২য় পুরস্কার ২৫ হাজার ১ টাকা এবং ৩য় পুরস্কার ১৫ হাজার ১ টাকা এবং ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেকের জন্য থাকবে ৫ হাজার ১ টাকা পুরস্কার।’

তিনি আরও বলেন, ‘উভয় বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী অর্থাৎ মোট ৬ জনের গর্বিত পিতাদের জন্য থাকবে পবিত্র ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ, যার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় খরচাদি জলিল-জাহান ফাউন্ডেশন বহন করবে এবং এই ৬ জনের খেদমতের জন্য ফাউন্ডেশনের একজন কর্মকর্তা তাদের সফরসঙ্গী হবেন।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে প্রথমিকভাবে নির্বাচিত ৩২ জন প্রতিযোগীর বাবা-মাসহ মোট ৯৬ জনকে সম্পূর্ণভাবে ফাউন্ডেশনের খরচে ঢাকায় নেওয়া হবে। চূড়ান্ত প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত ফাউন্ডেশনের খরচে ঢাকায় অবস্থান করবেন। ঢাকায় অবস্থানকালীন এই ৩২ জন প্রতিযোগী তাদের বাবা-মায়ের সাথে বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান যেমন- পদ্মা সেতু, মেট্রোরেল, চিড়িয়াখানা, বঙ্গবন্ধু নভোথিয়েটার বা তারামন্ডল, জাতীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর (ধানমন্ডি ৩২), আহসান মঞ্জিল, লাগবাগ কেল্লা ইত্যাদি পরিদর্শন করতে পারবেন।’

অনুষ্ঠান শেষে জাতির জনক শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেজবানের আয়োজন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রাথমিক ও চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর আগামী ১৯ আগস্ট সাতকানিয়ার কেরানীহাটের সী-ওয়ার্ল্ড রিসোর্টে সকল প্রতিযোগী, সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, সাতকানিয়া-লোহাগাড়ার সকল বীর মুক্তিযোদ্ধা, মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনগণ, ও সাতকানিয়া- লোহাগাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের জন্য মেজবানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে সকল বীর মুক্তিযোদ্ধাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশন চেয়ারম্যানের লিখিত বই, উত্তরীয় ও সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তাঁর লিখিত বই ও ফাউন্ডেশনের টি-শার্ট উপহার দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, জলিল-জাহান ফাউন্ডেশনের সদস্য মুজিবুল হক চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, বাহাউদ্দীন জুয়েল, সাজ্জাদ খালেদ সুমন, সাইফুদ্দিন চৌধুরী, মো. আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোখারী আজম, খুরশীদ উল আলম খোকন, আব্দুল মালেক খাঁন প্রমুখ।