নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী :
কোম্পানির নির্ধারিত মূল্য তালিকা মার্কার পেন দিয়ে ঘষামাজা। ঘষে ঢেকে ফেলার সে স্থানে শোভা পাচ্ছে নতুন বাড়তি মূল্য। গ্রাহকদের বোকা বানাতে প্রতারণার আশ্রয় নিয়েছে দোকানি।
করোনায় দুঃসময়ে সর্বাধিক ব্যবহহৃত সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার বিক্রির এমন খবর পান হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রম্নহুল আমিন। শুক্রবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এক নম্বর রেলগেইট এলাকায় তিনি অভিযান চালান।
অভিযানের বিষয়টি সুপ্রভাতকে নিশ্চিত হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট রম্নহুল আমিন। তিনি বলেন, এস কে এফ কোম্পানির তৈরি হ্যান্ড স্যানিটাইজারের দাম ছিল ১৫০ টাকা। প্রতারণার আশ্রয় হিসেবে দোকানি সে মূল্য তালিকা মার্কার দিয়ে ঢেকে ফেলে। বাড়তি দামের জন্য সেখানে জুড়ে দেন অতিরিক্ত দাম। বরাদ্দকৃত ১৫০ টাকা মুছে ১৮০ ধরে বিক্রি করছেন।