নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী »
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার ইসলামের কল্যাণ ও শিক্ষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, তার সফল বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ প্রতিষ্ঠা করে দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, সেই সময়ে স্বাধীনতা বিরোধী চক্র নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাই সবাইকে সজাগ সচেতন থাকতে হবে।
গতকাল শনিবার দুপুরে হাটহাজারী উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদরাসার মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, ১৫ আগস্টে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কারা ইসলামের নাম দিয়ে অন্য ধর্মের লোকদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, অগ্নিসন্ত্রাস করেছে তাও জাতি দেখেছে। সরকার দ্বিনের বিরোধী শক্তি হিসেবে কাজ করছে- এমন অপপ্রচার করে দেশের মানুষকে বিভ্রান্তি করা যাবে না, কারণ জনগণ এখন সচেতন।’
অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত-সচিব) হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বাসার ও অধ্যাপক শফিউল আজমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ডা. দীপু মনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষার প্রতি সরকার গুরুত্ব দেওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষকদের যথাযথ পাঠদানের ফলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে দেশের শীর্ষ মাদ্রাসায় শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে। ৫২টি কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালু হয়েছে। ৮ হাজার ২২৯টি মাদ্রাসা এমপিও ভুক্ত হয়েছে।’
সমাবেশে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। এসময় তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা শিক্ষার জন্য মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকার মাদ্রাসা শিক্ষাকে সমানতালে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করছে।’ মাদ্রাসা শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীরা কোন অনৈতিক কাজে জড়িত থাকে না। তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়ন অবদান রাখছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছিপাতলী মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফারাহ মো. ফরিদ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সচিব মো. কামাল হোসেন ইসলামি, আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ সুপার ও শিক্ষকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।