স্বর্ণপদক জয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই

সাদিয়া সুলতানা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক »

দক্ষিণ এশিয়ান গেমস এবং কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। তিনি আজ দুপুর আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

৩১ বছর বয়সী শ্যুটার মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সাথে তাদের বাড়িতে বসবাস করছিলেন। তিনি এর আগে ২০১৭ সালে আগুনের পুড়ে গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন।

সাদিয়া শারমিন আক্তার রত্নার সাথে জুটি বেঁধে ঢাকায় ২০১০ সাউথ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে স্বর্ণপদক জিতেছে।

প্রশংসিত শ্যুটিং জুটি তারপর একই বছর নতুন দিল্লিতে কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপের একই ইভেন্টে স্বর্ণপদক লাভ করেন।

২০১৩ সালের বাংলাদেশ গেমসে সোনা জেতার পর খেলা থেকে বিদায় নিয়েছিলেন এই শুটার।

আজ (২ ডিসেম্বর) রাত আটটায় হামজারবাগের মোমিনবাগ এলাকার অনির্বাণ ক্লাব মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।