সুপ্রভাত ডেস্ক »
বুধবার (২৫ মে) বেলা ১১টার পর থেকে পুরো মিডিয়ায় ছড়িয়ে গেলো নন্দিত টিভি মুখ হানিফ সংকেতের মৃত্যুর খবর! যাকে ঘিরে এই খবর, তিনি নিজেই বিব্রত, বিস্মিত এবং ক্ষুব্ধ।
হানিফ সংকেতের মুঠোফোনসহ পরিবারের সদস্য ও ‘ইত্যাদি’ সংশ্লিষ্ট সবার কাছে ফোন আসতে থাকে বৃষ্টির মতো। কাকতালীয় বিষয়, তখন মিরপুর অঞ্চলে বৃষ্টি ঝরছিলো। তবে সেই বৃষ্টি ছাপিয়ে মিরপুরে অবস্থিত ফাগুন অডিও ভিশনের কার্যালয় থেকে মিডিয়াকে নিশ্চিত করা হলো- না, হানিফ সংকেত ভালো আছেন। নিরাপদে আছেন।
এরপর হানিফ সংকেত সবাইকে আশ্বস্ত করতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন তাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন নিয়ে দীর্ঘ প্রতিক্রিয়া। যেখানে তিনি হতাশা ব্যক্ত করে বলেন, ‘আমার ভাবতে কষ্ট হচ্ছে আমাকে স্ট্যাটাস দিয়ে প্রমাণ দিতে হলো, আমি বেঁচে আছি। আমার মৃত্যু নিয়ে এ ধরণের স্ট্যাটাস কখনও দিতে হবে ভাবিনি।’
এমন গুঞ্জন ছড়ানোর পেছনে দায়ী করেন সোশ্যাল হ্যান্ডেলের কিছু মানুষকে। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় হানিফ সংকেত বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এক শ্রেণির বিকৃত মানসিকতার মানুষ তাদের ভিউ ব্যবসা ও ফলোয়ার বাড়াবার প্রত্যাশায় মানুষের মৃত্যু নিয়ে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অসামাজিক কাজ করছে। একজন সুস্থ মানুষকে মেরে ফেলার পেছনে এদের কী ধরণের মানসিকতা কাজ করে আমার বোধগম্য নয়। তারা কী একবারও চিন্তা করে না আমাদেরও পরিবার আছে, আত্মীয়-স্বজন আছে, শুভাকাঙ্ক্ষী আছে? এ ধরণের সংবাদে তাদের মানসিক অবস্থা কী হতে পারে? আমি আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ আছি। ভালো আছি। আমার কোনোরকম কোনও দুর্ঘটনাও ঘটেনি।’