অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা সৈয়দ মহিউদ্দিনের (মহি ভাণ্ডারী) চিকিৎসা সহায়তায় এগিয়ে এলো চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। আজ ২৩ জুন (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, নজরুল শিল্পী সংস্থা, সম্মিলিত আবৃত্তি জোট, অরিন্দম নাট্য সম্প্রদায়, উত্তরাধিকার, দৃষ্টি চট্টগ্রাম ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি’র ব্যক্তিগত অনুদানের ৫০ হাজার টাকা সৈয়দ মহিউদ্দিনের হাতে তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, কালচারাল অফিসার মোসলেম উদ্দীন সিকদার, নজরুল শিল্পী সংস্থার সহ-সভাপতি দীপেন চৌধুরী, সাধারণ সম্পাদক এনামুল হক, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম ও শিল্পী প্রেম সুন্দর বৈষ্ণব।
সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এ সময় বলেন, সৈয়দ মহিউদ্দিন এ দেশের সম্পদ, তার মতো গুণী শিল্পী বার বার জন্মায় না। তাই তার সুচিকিৎসার দায়িত্ব নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। একইসাথে চট্টগ্রামের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।
সৈয়দ মহিউদ্দিন শারীরিক জটিলতা নিয়ে তিনমাস ধরে অসুস্থ হয়ে নগরীর মামণি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মহানগর