ক্যান্সার হাসপাতাল উদ্বোধনে ভূমিমন্ত্রী
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অন্যতম প্রকল্প ‘চমাশিহা ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার’ গতকাল রোববার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, আজ চট্টগ্রামবাসীর জন্য আনন্দের দিন। চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ক্যান্সার হাসপাতাল তার যাত্রা শুরু করছে। এই ধরনের একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা খুব সহজ কাজ ছিল না। মাত্র দুই বছরের মধ্যে এই ক্যান্সার হাসপাতালের কাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের সর্বস্তরের জনগণ যে যতটুকু পেরেছেন সহযোগিতা করেছেন। সমাজের অবহেলিত দরিদ্র রোগীরা যাতে কম মূল্যে চিকিৎসাসেবা পায় এই ব্যাপারে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, উন্নত চিকিৎসাসেবা দেয়া হলে ধনীরাও এখানে চিকিৎসা নিতে আসবেন, কাউকে বিদেশ যেতে হবে না।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ও ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটি- যারা এই কঠিন কাজটি সম্ভব করে তুলেছেন তাদের তিনি ধন্যবাদ জানান ।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ, সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির মেম্বার সেক্রেটারি ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ। সভায় ক্যান্সার হাসপাতালের চিকিৎসাসেবা ও কার্যক্রমের বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন অনকোলজী বিভাগের বিভাগীয় প্রধান ও পরিচালক সহযোগী অধ্যাপক ডা. শেফাতুজ্জাহান।
সভায় আরো বক্তব্য দেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির কো চেয়ারম্যান এস এম আবু তৈয়ব, ক্যান্সার ইনস্টিটিউটের চিফ অ্যাডভাইজার ও সিনিয়র কনসালটেন্ট প্রফেসর কামরুজ্জামান চৌধুরী, হাসপাতালের মেগা ডোনার মরহুম সৈয়দ মোহাম্মদ নুরুদ্দিনের মেয়ে আনিকা হুমায়রা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা ও এএমইউ বিভাগের রেজিস্ট্রার ডা. ইফফাত চৌধুরী।
তিনি আরো বলেন, এই হাসপাতালের সাথে তিনি অতীতে ছিলেন ভবিষ্যতেও থাকবেন। হাসপাতালের উন্নয়নে তার সহযোগিতা সব সময় থাকবে।পরে মন্ত্রী ফিতা কেটে ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেন।
সভায় হাসপাতালের পক্ষ থেকে ৯ জন ডোনারকে বিশেষ সম্মাননা গোল্ড মেডেল প্রদান করা হয়। তারা প্রত্যেকেই ক্যান্সার হাসপাতালের জন্য ১ কোটি টাকার অধিক অনুদান প্রদান করেন। তাদের প্রত্যেকের নামে একেকটি ফ্লোর নামকরণ করা হয়। অনুষ্ঠানে লায়ন জেলা গভর্নর এমডিএম মহিউদ্দিন চৌধুরী, রোটারি জেলা গভর্নর ইলেক্ট ডা. মইনুল ইসলাম মাহমুদ, হাসপাতালের কার্যনির্বাহী ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, ডা. পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) সৈয়দ আজিজ নাজিমউদ্দীন, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার লায়ন এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডা. কামরুন নেসা রুনা, মো. আলমগীর পারভেজ, প্রফেসর ডা. জাহিদ হোসেন শরীফ, ডা. ফজল করিম বাবুল, মো. হারুন ইউসুফ, এ এস এম জাফর, চমাশিহা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম ও হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, সমাজের বহু গণ্যমান্য ব্যক্তি, হাসপাতালের ডোনার, আজীবন সদস্য, পৃষ্ঠপোষক, ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি