নিজস্ব প্রতিবেদক »
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান সুস্থ আছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে গত ৬ জুনের প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। তবে কেউ কেউ এটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, পরিবারের পক্ষ থেকে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
কিন্তু তিনি কেন পরীক্ষা করালেন এই প্রশ্নের উত্তর জানতে চাইলে পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে জানানো হয়, পরিবারের দুই জন সদস্য জ্বর অনুভব করায় বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে সুফি মিজানুর রহমানের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সতর্কতার অংশ হিসেবে করা সেই নমুনা পরীক্ষায় সুফি মিজানুর রহমানের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। অর্থাৎ তিনি করোনা মুক্ত, একইসাথে তিনি সুস্থ আছেন। বর্তমানে জ্বর বা অন্য কোনো সমস্যা সুফি মিজানুর রহমানের শরীরে নেই।
উল্লেখ্য, এই করোনা মহামারির সময়ে পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দুই কোটি টাকা জমা দেয়া ছাড়াও অসহায় ১০ হাজার মানুষের মধ্যে ত্রান বিতরণ করা হয়। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নানাবিধ সহযোগিতা করে আসছে পিএইচপি ফ্যামিলি।