সুপ্রভাত ডেস্ক :
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে মাদককা-ে গ্রেফতার করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।
তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করে গতকাল মঙ্গলবার বিকালে দেশটির মাদক নিয়ন্ত্রণ ব্যুরো তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে এনডিটিভি ও ইন্ডিয়াস এক্সপ্রেস।
একই মামলায় এর আগে রিয়ার ভাই শৌভিক, সুশান্তের প্রাক্তন ব্যবস্থাপক মিরান্ডা ও প্রাক্তন রাঁধুনি দীপেশ সাওয়ান্তসহ ১০ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।
সুশান্তের বান্ধবী রিয়াকে মঙ্গলবার কিংবা বুধবার আদালতে পেশ করা হবে কি না তা নিশ্চিত হওয়া না গেলেও তাকে হেফাজতে চাওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যর মামলায় তদন্তে নেমে রিয়ার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার সূত্র ধরে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি এ বিষয়ে তদন্তে নামে।
সুশান্তের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে পাটনায় এফআইআর দায়ের করেন রিয়ার বাবা। সেই মামলার তদন্তের জেরেই মাদককা-ে গ্রেফতার হলেন রিয়া চক্রবর্তী।