সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
মাঠের পারফরম্যান্স চরম হতাশাজনক হলেও মাঠের বাইরে সুখবর টিম বাংলাদেশের জন্য। পাঁজরের চোট সেরে ক্রমেই সুস্থ হয়ে উঠছেন তাসকিন আহমেদ। ফলে বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন দেশের সবচেয়ে দ্রুতগতির বোলার। বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি খেলেননি তাসকিন। তার পক্ষে এই সিরিজ খেলা সম্ভব হবে না, টিম ম্যানেজমেন্ট আগেই তা জানিয়েছিল। তারপরও ছিল সংশয়-সন্দেহ, তাসকিন কি সত্যিই শেষ পর্যন্ত সেরে উঠে বিশ্বকাপে মাঠে নামতে পারবেন? যদি না পারেন, সে কারণেই বিকল্প হিসেবে হাসান মাহমুদকে স্ট্যান্ডবাই হিসেবে পাঠানো হয়েছিল। এদিকে গত ২৪ মে মধ্যরাত ছিল বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত ঘোষণার শেষ দিন। বাংলাদেশ সেই নির্ধারিত সময়েও দলে কোনো পরিবর্তন আনেনি। যে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছিল, সেটাই বহাল আছে। গতকাল বিকেলে বিসিবি অফিসে উপস্থিত সাংবাদিকদের সামনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়ে দিলেন, ‘যে দলটা আমাদের এই মুহূর্তে আছে। তাসকিনকে সংযুক্ত করা আছে। সেই দলটিই আমরা বহাল রেখেছি।’
প্রধান নির্বাচক যোগ করেন, ‘এটা মূলত একটা ফরমালিটির ব্যাপার ছিল। বাড়তি সুবিধা দেওয়ার জন্য প্রতিটি দলকেই দেওয়া ছিল নিয়মটা। সেই আলোকে আমরা ২৪ তারিখ দুবাই সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পেয়েছিলাম। নিয়ম মেনে আমরা নির্বাচকরা অধিনায়ক ও কোচের সঙ্গে একটা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।’ খবর রাইজিংবিডি.কম’র