সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
গত আসরের দুই ফাইনালিষ্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। সুপার টুয়েলভে গ্রুপ-১এ জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গতবারের রানার্স-আপ নিউজিল্যান্ড। তবে বড় দুঃশ্চিন্তার কারণ আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের ভাষ্য অনুযায়ী ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। খবর ডেইলি বাংলাদেশ’র
সংযুক্ত আরব আমিরাতে গত টি-২০ বিশ্বকাপ ফাইনালে ৮ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত সংক্ষিপ্ত ভার্সনের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। প্রথমবার ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন চুরমার হয় নিউজিল্যান্ডের। ঐ আসরের দুই ফাইনালিস্টদের নিয়ে এবার বিশ্বকাপের মূল লড়াই শুরু হচ্ছে। গত বিশ্বকাপের পর ১৭টি টি-২০ খেলেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে জয় পেয়েছে ৯টিতে, হার ৬টিতে এবং ১টি ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়। বিশ্বকাপের আগ মুর্হূতে তিনটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। এরমধ্যে দু’টিতেই হেরেছে তারা। ভারত সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে হারলেও, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেও, ইংল্যান্ডে কাছে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড সিরিজে প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ হাতছাড়া করে অসিরা। আর শেষ ম্যাচটি বৃষ্টিতে পন্ড হয়। বিশ্বকাপে নিজেদের একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচেও ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। তবে শিরোপা ধরে রাখার মিশনে মূল লড়াইয়ে জ্বলে উঠতে চায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে ইনজুরির কারণে দলের ব্যাক-আপ উইকেটরক্ষক জশ ইংলিশকে হারায় তারা। তার পরিবর্তে দলের সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। গলফ খেলতে গিয়ে হাতের ইনজুরিতে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে যায় ইংলিশের। বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত দলে চমক হিসেবে আছেন সিঙ্গাপুরে বংশোদ্ভূত টিম ডেভিড। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার হয়ে হয়ে ৮টি টি-২০ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৫৬ রান করেছেন তিনি।
ইনিংসের শুরুতে অস্ট্রেলিয়ার ভরসার নাম ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে হয়তো দেখা যাবে না সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি।