বিশিষ্ট শিল্পপতি, এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের ভাইস চেয়ারম্যান এবং সুপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদের সহধর্মিনী ও সুপার গ্রুপের চেয়ারম্যান লুৎফুন্নেসা আহমেদ (জিমি) আর নেই।
গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, এক পুত্র, পুত্রবধূসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা লুৎফুন্নেসার মরদেহ চট্টগ্রামে নিয়ে আসার পর জানাজা ও দাফনের সময় জানানো হবে।
মরহুমার রুহের মাগফেরাত কামনা করার জন্য পরিবার-স্বজনদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
লুৎফুন্নেসা আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি
স্বদেশ