সিঙ্গাপুরকে হারিয়েই দ্বিতীয় রাউন্ডে যেতে চায় বাংলাদেশ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

তুর্কমেনিস্তানের বিরুদ্ধে ৬-০ গোলের জয়ে বাংলাদেশ এক পা দিয়ে রেখেছে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের পথে। দ্বিতীয় ও শেষ ম্যাচ আজ (৩০ এপ্রিল) স্বাগতিক সিঙ্গাপুরের বিরুদ্ধে। রুমা-জয়নবদের সামনে লক্ষ্য একটাই, স্বাগতিকদের হারিয়ে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করা।
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে যেতে বাংলাদেশের সামনে সমীকরণ একটাই- সেটা হলো স্বাগতিক সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়। আজ (রোববার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে ফয়সালা হবে গ্রুপ-’ডি’ থেকে কোন দল যাবে পরের রাউন্ডে। সেখানে বাংলাদেশের চেয়ে একটু সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিকরা। তিন দলের লড়াই থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে তুর্কমেনিস্তান। তারা বাংলাদেশের কাছে হেরেছে ৬-০ গোলে এবং সিঙ্গাপুরের কাছে হেরেছে ৭-০ গোলে। সিঙ্গাপুর এক গোল বেশি দিয়ে জেতায় পরের রাউন্ডে যেতে তাদের দরকার ড্র। আর বাংলাদেশের দরকার জয়। অধিনায়ক রুমা আক্তার আত্মবিশ্বাসী, সিঙ্গাপুরকে হারিয়েই তারা যেতে পারবে প্রতিযোগিতার পরের রাউন্ডে। সিঙ্গাপুর থেকে বাফুফের পাঠানো এক ভিডিও সাক্ষাৎকারে রুমা বলেছেন, জয়ের জন্য তারা সবাই শতভাগ প্রস্তুত। জয়ের কোনো বিকল্প দেখছেন না তিনি। বাংলাদেশ অবশ্য সিঙ্গাপুরকে সে সুযোগ দিতে চাইবে না। বাংলাদেশ শেষ ম্যাচে তাদের হারিয়েই পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে ওঠার সর্বোচ্চ চেষ্টা করবে। প্রথম ম্যাচে ৬-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেছিলেন থুইনু মারমা। দারুণ ফর্মে আছেন এই পাহাড়ীকন্যা। তিনি সিঙ্গাপুরের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দলের জয়ে আরো বড় অবদান রাখতে চান। খবর জাগোনিউজ’র