করোনাকালে আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যের বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সম্মিলিত ঐক্যজোট ও
সমমনা কল্যাণ পরিষদের উদ্যোগে এ বাস কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত ঐক্যজোটের আহ্বায়ক মো. সাইফ উদ্দিন, সদস্য সচিব খন্দকার লতিফুর রহমান আজিম,
প্রধান সমন্বয়ক মো. সিরাজুল মনোয়ার ও সমমনা কল্যাণ পরিষদের আহ্বায়ক গোলাম ফারুক ডলার, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ভূইয়া ও যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন খন্দকার।
সম্মিলিত ঐক্যজোটের সদস্য সচিব খন্দকার লতিফুর রহমান আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মিলিত ঐক্যজোটের আহ্বায়ক মো. সাইফ উদ্দিন বলেন, সিঅ্যান্ডএফ মালিক ও কর্মচারীদের জন্য বাস সার্ভিসের ব্যবস্থা খুবই কার্যকর উদ্যোগ। কাস্টমসের প্রাণ হলো কাস্টম সরকার ও জেটি সরকার। বাস সার্ভিসের ব্যবস্থার ফলে করোনাকালীন সহজে কাজে যোগদান করতে পারবে। যতদিন করোনা থাকবে ততদিন এই সেবা অব্যাহত থাকবে।
সমমনা কল্যাণ পরিষদের আহ্বায়ক গোলাম ফারুক ডলার বলেন, বিনামূল্যের বাস সার্ভিসের মাধ্যমে সবাই উপকৃত হবে।
উপস্থিত সিঅ্যান্ডএফ নেতৃবৃন্দরা বলেন, কর্মচারীদের কল্যাণে যে কাজ সিঅ্যান্ডএফ অসোসিয়েশনের করার দরকার ছিল সে কাজ করছে সম্মিলিত ঐক্যজোট ও সমমনা কল্যাণ পরিষদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত ঐক্যজোটের প্রধান উপদেষ্টা সায়েদুজ্জামান খান, আবু তাহের, মো. মোজাম্মেল হক চৌধুরী, মুস্তফা কামাল আখতার, সদস্য সাজ্জাদ হোসেন, জাহিদ হোসেন, মামুনুর রশিদ, মনসুরুল আমিন রিয়াজ, বোরহান উদ্দিন চঞ্চল, ওয়ার্ড কমিশনার মো. মোর্শেদ আলী, আবু সালেহ নুরুল আফসার (ইডেন), নূরুল আফসার (এক্সিম), সদস্য সচিব মো. এনামুূল কবীর বাচ্চু প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর