নিজস্ব প্রতিবেদক »
দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিজি-১৪৮ ফ্লাইটের সিটের নিচ থেকে সাড়ে ছয় কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সোয়া ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরটির পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-১৪৮’ ফ্লাইটে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে ফ্লাইটটির ‘উইন্ডো ৪ জে’ সিটের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন সাড়ে ছয় কেজি ও আনুমানিক মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
তবে সন্দেহ করা হচ্ছে দুবাই থেকে রাজস্ব ফাঁকি দিয়ে কোনো একটি ব্যক্তি বা চক্র দেশে স্বর্ণের বার আনার অপচেষ্টা করছিলেন। কিন্তু তারা হয়তো বুঝতে পেরে বারগুলো ফেলে চলে যান। এ ঘটনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে একটি মামলা করা হবে।