নিজস্ব প্রতিবেদক :
যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের দখলে থাকা প্রায় ১৫শ কোটি টাকার সম্পদ উদ্ধার করেছে রেল কর্তৃপক্ষ। রোববার দুপুরে হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমির ভেতরে বাবরের ‘বাগান বাড়ি’ হিসাবে পরিচিত সরকারি এ সম্পদ নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।
জানা গেছে, ২০১৫ সালে মাছ চাষের জন্য জলাশয়সহ রেলের ওই জায়গাটি লিজ নিয়েছিল বাবরের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স সিলভার জুবলী লিমিটেড। ২০১৮ সালে লিজ বাতিল করে দেয় রেলওয়ে কতৃপক্ষ।
রেলওয়ে নিরাপত্তার বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রেলের ওই জায়গা নিয়ন্ত্রণে নিয়ে সিলগালা করে দেয়া হয়েছে। কারণ এ জমির ইজারা মেয়াদ অনেক আগে শেষ হয়ে গিয়েছিল।’
রেল সূত্র জানায়, ২০১৫ সালে মাছ চাষের জন্য জলাশয়সহ রেলের ওই জায়গাটি লিজ নেয় মেসার্স সিলভার জুবলী লিমিটেড নামের একটিপ্রতিষ্ঠান। লিজ নিয়ে বাবর সেখানে হেলিপ্যাড, অবকাশ যাপনের বাঙলো, মুরগির ফার্ম, হরিণের ঘরসহ বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে তুলেন।
২০১৮ সালে রেল কর্তৃপক্ষ সিলভার জুবলী লিমিটেডের লিজ বাতিল করে। পরবর্তীতে সিলবার জুবলী লিমিটেড হাইকোর্টে মামলা দায়ের করে। হাইকোর্ট লিজ বাতিলের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়, যার মেয়াদ শেষ হয় চলতি বছর ১৫ এপ্রিল। নিষেধাজ্ঞা শেষ হয়ার পর রেল কর্তৃপক্ষ রোববার জায়গাটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
এ মুহূর্তের সংবাদ