সুপ্রভাত ডেস্ক »
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২৮১৬ কোটি টাকা ব্যয়ে ১৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে ১৮১ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ‘সাবরাং টুরিজম পার্ক’ এর ভূমি উন্নয়নের অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়ি এই অনুমোদন দেয়া হয়।
এছাড়া, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য ৩৮০ টাকা নির্ধারণের অনুমোদন দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এছাড়াও ১৩৭ কোটি টাকা ব্যয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের পূর্ত কাজ, ১০২ কোটি টাকায় ৬ তলা বিশিষ্ট লাইব্রেরি ভবন নির্মাণ ও ১১৯ কোটি টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট একটি স্পোর্টস কমপ্লেক্স ভবন নির্মাণের পূর্ত কাজের অনুমোদন দিয়েছে কমিটি।