সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
সাফ অনুর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে শক্তিশালী ভারতকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।
শক্তিশালী ভারতের বিপক্ষে পুরো ম্যাচেই চোখে চোখ রেখে খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধেই পিয়াস আহমেদ নোভার জোড়া গোলে এগিয়ে যায় লাল সবুজরা। যদিও এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ভারত। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয় হয়েছে বাংলাদেশেরই। খবর ডেইলি বাংলাদেশ’র।
ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে অষ্টম মিনিটে খেলার ধারার বিপরীতে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সতীর্থের লং পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়েছিলেন পিয়াস। আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপও করেছিলেন তিনি। কিন্তু বল গোলকিপারকে ফাঁকি দেওয়ার পর পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি টোকা দেওয়ার কেউ ছিল না সেখানে।
ম্যাচের ২৯ মিনিটে পিয়াসের গোলে লিড নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে বাড়ানো এক লম্বা বল বক্সের মধ্যে নিয়ন্ত্রণ নেন পিয়াস। ভারতের ডিফেন্ডার তাকে বাঁধা দিলেও কয়েক সেকেন্ডের মধ্যে বক্সের মধ্যে জায়গা বদল করেন তিনি। এরপর ভারতের গোলরক্ষক এগিয়ে আসলে বুদ্ধিদীপ্ততার সঙ্গে বল জালে পাঠান পিয়াস।
এই লিড ছয় মিনিটের বেশি ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মাঝ মাঠ থেকে এক ফ্রি কিকে বক্সের মধ্যে হেড করে ভারতকে সমতা এনে দেন তাদের ফরোয়ার্ড গুরকিরাত সিং। তিনিও পিয়াসের মতো নয় নম্বর জার্সিধারী।
প্রথমার্ধের ইনজুরি সময়ে বাংলাদেশ আবার এগিয়ে যায়। বক্সের মধ্যে বাংলাদেশের ফুটবলারকে ফাউল করে স্বাগতিক দলের ডিফেন্ডার। যার ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পিয়াস আহমেদ গোল করে বাংলাদেশকে আবার এগিয়ে দেন। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলার যুবারা।
বিরতির পর ভারত ম্যাচে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করে। এই অর্ধে বাংলাদেশ অনেকটা রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল। প্রতিপক্ষের একের এক পর এক আক্রমণ নস্যাৎ করে দিয়েছে লাল-সবুজ দল। চেষ্টা করে ভারতও পারেনি সমতায় ফিরতে।
রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে চওড়া হাসি দেখা যায় এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব সামলানো পল স্মলির মুখে। তার অধীনের চলতি সাফে টানা দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ। আগামী শুক্রবার তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়বে লাল-সবুজ দল।