সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
আগামী অক্টোবরে ওমান ও আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে প্রস্তুতি সেরে রাখবে। এর আগে অবশ্য বোলাররা জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের প্রমাণ রেখেছেন। অজিরাতো মেহেদী-সাকিব-মোস্তাফিজ-নাসুমদের বল খেলতেই পারেনি। এভাবে চলতে থাকলে বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলোর বিপক্ষে প্রথম রাউন্ড খেলতে হবে লাল-সবুজ জার্সীধারীদের। ওখানে চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হলেই সুযোগ মিলবে সুপার এইটে। সোমবার অস্ট্রেলিয়াকে ৬২ রানে অলআউটের লজ্জা দিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ শুধু শেষ ম্যাচেই নয়, প্রতিটি ম্যাচেই সফরকারী ব্যাটসম্যানদের ভুগিয়েছে। বোলারদের এমন পারফরম্যান্স তাই আত্মবিশ্বাসী করে তুলছে সাকিবকে, ‘সবমিলিয়ে তো আমরা প্রতিটি ম্যাচেই খুব ভালো বোলিং করেছি। আমার কাছে মনে হয়, পাঁচটি ম্যাচে বোলিংয়ের যে ধারাবাহিকতা ছিল, এটা যদি বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে পারি, আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব।’
কিন্তু এমন মন্থর উইকেটে ব্যাটসম্যানরা কি করে আত্মবিশ্বাস পাবে? আরব আমিরাত কিংবা ওমানের উইকেটতো এতটা মন্থর হবে না। ব্যাটসম্যানদের কিছুটা সমস্যা হলেও সাকিব মনে করেন ম্যাচ জয়ের আত্মবিশ্বাসের চেয়ে বড় কিছু নেই, ‘স্কোরকার্ড দেখে হয়তো অতটা আত্মবিশ্বাসী মনে নাও হতে পারে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়, এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারলে এই জয়গুলো বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’
সাকিব আরও বলেছেন, ‘ব্যাটসম্যানরা খুব বেশি রান করতে পারেনি। আমরা মন্থর, নিচু বাউন্স ও টার্নিং উইকেটে খেলছি। কিন্তু দলের জয়ই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই আত্মবিশ্বাসটা থাকলে দলের মাঝে জেতার মানসিকতা তৈরি হয়।’