সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) নতুন মৌসুম শুরু হতে এখনো দেরী থাকলেও দলে গোছানোর কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি তারকাদের দলে ভেড়াচ্ছে দলগুলো। এবার সরাসরি চুক্তিতে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলো নিয়েছে খুলনা টাইগার্স। মিরাজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টে মিরাজকে গেম- চেঞ্জার আখ্যা দিয়ে তারা জানিয়েছে, ‘সরাসরি চুক্তিতে মেহেদী হাসান মিরাজকে দলে নেওয়া হয়েছে।
খুলনা টাইগার্স গর্বের সাথে মিরাজকে স্বাগত জানাচ্ছে। বিপিএলের নতুন মৌসুমে গেম-চেঞ্জার দলে যোগ দিচ্ছে। ডেরায় স্বাগত, মেহেদী!’
বিপিএলের গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। ছিলেন সহ-অধিনায়ক, জিতেছেন শিরোপাও। এবার খুলনার হয়ে খেলবেন তিনি। এর আগে ২০১৯-২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতিয়েছেন মিরাজ। সেবার ফাইনালে খেলেছিল বিপিএলে এখনো শিরোপার দেখা না পাওয়া দলটি।