সরকারি সব হাসপাতালের শয্যা ও আই সি ইউ বাড়ানো, স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, বিচার বহির্ভূত হত্যাকা- বন্ধ, প্রয়োজনে সামারি ট্রায়ালে দ্রুত বিচার, রাষ্ট্রের সবস্তরে বাংলা ভাষার প্রচলন, অবিলম্বে নাম ফলকে বাংলা ভাষার প্রাধান্য আনার দাবিতে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রাম, মুক্তিযোদ্ধা সংসদ নগর ইউনিট কমান্ড, গণ অধিকার চর্চা কেন্দ্র চট্টগ্রাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম নগর, রহমতউল্লাহ চৌধুরী ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম নগর, চৈতগ্রাম, ব্রিগেড-৭১, বিজয় ৭১ সংগঠনসমূহের উদ্যোগে ২ সেপ্টেম্বর আন্দরকিল্লা মোড়ে এক পথসমাবেশ হয়।
সোলায়মান খানের সভাপতিত্বে এবং জয়নুদ্দিন জয় এর সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন ডা. মাহফুজুর রহমান, শওকত বাঙালি, মশিউর রহমান খান,আবু জাফর মোহাম্মদ, আরাফাতুল মান্নান ঝিনুক,আর কে রুবেল, অ্যাডভোকেট ইউসুফ, আছমা আক্তার, সুচিত্রা গুহ টুম্পা সাহেদ শিশু, বেলাল হোসেন, মো সায়েম, ফরিদা ইয়াসমিন, মুরাদ, ইঞ্জি. সুমন, রাজীব প্রমুখ।
সভা শেষে একটি মিছিল চেরাগীপাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। বক্তারা উল্লেখিত দাবিসমূহের পক্ষে জনগণকে সোচ্চার হতে এবং সরকারকে এসব দাবি মেনে নেয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
মহানগর