আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন-ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠা করতে মানবজাতিকে হেদায়তের জন্যে শুভাগমন করেন রাহমাতুললিল আলামিন (দ.)। তিনি কোন নির্দিষ্ট জাতির জন্যে নয়, বরং সমগ্র মানবের জন্য প্রেরিত রাসুল (দ.)। যাঁর মাধ্যমে চূড়ান্ত পরিপূর্ণতা পেল ইসলাম। যিনি ধরায় এসে ঘুচিয়ে দিয়েছেন, ধনী-গরীব,উঁচু-নিচু সকল জাত বর্ণের বিভেদ, প্রতিষ্ঠা করেছেন ন্যায়-সাম্য-সম্প্রীতিময় আদর্শ সমাজ।
৬ অক্টোবর আমিরাতের ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখাসমূহের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত বিশাল মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মহান মোর্শেদে আজম।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আবুধাবি পুলিশের সিনিয়র অফিসার সালেম মাহমুদ মোবারক আল সেকলি ও জিসিসি জেনারেল ট্রান্সপোর্ট ডিরেক্টর হামাদ সালেহ আবদুল্লাহ হামিস আল রামসী।
দুবাই কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব মুহাম্মদ হারুন এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম বোগদাদী, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ মুহাম্মদ নুরুল আলমসহ অনেকে।
এ পবিত্র মিলাদুন্নবী (দ.) মাহফিলে আমিরাতের বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি, ভারত, পাকিস্তান, স্থানীয় আরবী এবং বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত ছিলেন ।
মিলাদ কিয়াম শেষে প্রধান অতিথি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি