সবুজ প্রকৃতির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী জাগরণ যাত্রা ও নাগরিক সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন চট্টগ্রামবাসীর প্রতি গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় সিআরবি চত্বরে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগরবাসীর প্রতি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই পরিবেশের পক্ষে। সবুজ জায়গা সংরক্ষণ, নদনদী উদ্ধারসহ পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে প্রশংসনীয় ভূমিকা রেখে চলছেন। কিন্তু কিছু কুচক্রীমহল অত্যন্ত সুক্ষভাবে সরকারের সাথে জনগণের দূরত্ব সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এখনই এদের রুখে না দাড়ালে এরা সরকারের জন্য বিপদের কারণ হয়ে দাড়াবে। তাই এখনই তাদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে।
তিনি বলেন আমাদের চট্টগ্রামে অনেক হাসপাতাল দরকার। বিশেষ করে বন্দর পতেঙ্গা এলাকায় একটি বিশেষায়িত হাসপাতাল তৈরি নাগরিক উদ্যোগের দীর্ঘদিনের দাবি। তবে প্রাইভেট হাসপাতালের নামে জনগণের নিঃশ্বাস ফেলার পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে সবার দৃষ্টি রাখা একান্ত প্রয়োজন। চট্টগ্রামের মানুষ আজ এই বিষয়টি নিয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ। তিনি আরো বলেন আমরা রাজনীতি করি জনগণের জন্য। দলের কাজ হচ্ছে জনগণের মনের কথাটি সরকারের কাছে উপস্থাপন করা। তাই সরকারকে চট্টগ্রামের জনগণের হৃদয়ের কথাটি জানাতে এখানে উপস্থিত হয়েছি। দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষ নারী পুরুষ দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে জাগরণ যাত্রায় অংশগ্রহণ করেন। জাগরণ যাত্রা সিআরবি সড়কের বাউবি আঞ্চলিক কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে সিআরবি সাত রাস্তার মুখে এসে শেষ হয়। সেখানে সর্বস্তরের নগরবাসী, শিল্পী, সাহিত্যিকদের সমন্বয়ে নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ। সংগঠনের সদস্য সচিব হাজী মো. হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রপের মহাসচিব গোলাম রসুল বাবুল, আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক সুমন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য শওকত হোসাইন, ফরহান আহমেদ, মহানগর সৈনিক লীগের আহ্বায়ক শফিউল আজম বাহার, মাঈনুল হক লিমন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, এনামুল হক মিলন, সমীর মহাজন লিটন, রকিবুল আলম সাজ্জী, রাজীব হাসান রাজন, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর