সবার কাছে গ্রহণযোগ্য একটি বিষয় নির্ধারণ করা উচিত

ড. জাহিদ হোসেন
উপদেষ্টা ও সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক

চলমান রাজনৈতিক সংকট, হরতাল-অবরোধের মতো পরিস্থিতির কারণে আমাদের অর্থনীতিতে কী রকম প্রভাব পড়তে পারে। এ ধরনের প্রশ্নের জবাবে ড. জাহিদ হোসেন সুপ্রভাত বাংলাদেশকে বলেন, দেশের এবং আন্তর্জাতিক পরিমন্ডলে আগামীতে কী হবে এ নিয়ে এমনিতেই আমাদের মধ্যে শঙ্কার মানসিকতা কাজ করছে, বর্তমান পরিস্থিতিতে সে শঙ্কা ক্রমেই ঘণীভূত হচ্ছে। বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব যেমন একজন বিত্তবান মানুষের ওপর পড়বে, একইভাবে দিন মজুর, দিনে এনে দিন খায় এরকম হতদরিদ্র মানুষকেও প্রভাবিত করবে। পাশাপাশি উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং বাণিজ্যিক তৎপরতার ক্ষেত্রেও এর একটা নেতিবাচক প্রভাব পড়বে।

আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে বলতে পারি, কোনো ধরনের অনিশ্চয়তা যখন ঘণীভূত হয় তখন তার প্রভাব সবক্ষেত্রেই পরিলক্ষিত হয়।

বৈশ্বিক অর্থনীতির বিশ্লেষণে বলা যায়, একসময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করেছে। আর সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ এক্ষেত্রে নতুন করে সংকট তৈরি করছে। আর এ অবস্থায় আমরা যদি ঘরের আগুন নেভাতে ব্যর্থ হই তাহলে তো আন্তর্জাতিক উত্তাপকে সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়বে।

এ ধরনের নাজুক পরিস্থিতি মোকাবিলায় এ মুহূর্তের করণীয় বিষয়ে ড. জাহিদ হোসেন বলেন, সবার কাছে গ্রহণযোগ্য একটি বিষয় নির্ধারণ করে সমঝোতার মাধ্যমে এগুতে পারলে পরিস্থিতির উত্তরণ ঘটতে পারে।