পার্কভিউ হাসপাতাল আয়োজিত ডেলটা ভ্যারিয়ান্ট এর উপর এক সায়েন্টিফিক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ডা. মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী।
এতে তিনি ডেলটাভ্যারিয়ান্ট এর প্রধান লক্ষণ সর্দি, কাশি, ঠোঁট শুকিয়ে যাওয়া ইত্যাদি উল্লেখ করেন এবং এর প্রতিকার ও আপডেট চিকিৎসা নিয়ে আলোচনা করেন।
এতে আরো বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ রেজাউল করিম, ডা. এএস এম জাহেদ, ডা. সাইফুদ্দিন মাহমুদ, ডা. রফিকুল হাসান, ডা. শাহ আলম প্রমুখ।
এতে সভাপতির বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।
তিনি সবাইকে টিকা নেওয়ার জন্য আহ্বান জানান এবং সুরক্ষা পরিধান করে করোনা ওয়ার্ড, আইসিইউও ইমার্জেন্সি ডাক্তারদের প্রতি অনুরোধ করেন। এতে সার্বিক সহযোগিতা করেন পার্কভিউ হসপিটালের মার্কেটিং টিম। বিজ্ঞপ্তি
সবাইকে টিকা নেওয়ার আহ্বান
পার্ক ভিউ হসপিটালে সায়েন্টিফিক সেমিনার