নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা »
দীঘিনালায় সন্তান জন্ম দেয়ার এক ঘণ্টা পর পরীক্ষা কেন্দ্রে গেল এক এসএসসি পরীক্ষার্থী। তার নাম ফাতেমা আক্তার (১৮)। সে উপজেলার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। গতকাল সোমবার সকাল ৮:০৫ মিনিটে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যাসন্তান জন্ম দেয়। পরে সকাল নয়টায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে যায়।
উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর গ্রামের আবদুল জব্বারের মেয়ে ফাতেমা আক্তার। গত বছর করোনা মহামারির কারণে লকডাউন চলাকালীন বাঘাইছড়ি উপজেলার মো. সুমন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।
এদিকে, গত রোববার রাত ন’টায় ফাতেমা আক্তারের প্রসববেদনা শুরু হলে তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর সোমবার সকাল আটটা পাঁচ মিনিটে কন্যাসন্তান জন্ম দেয়। হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে সকাল ৯টায় পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয় ফাতেমা আক্তার।
এ ব্যাপারে ফাতেমা আক্তার জানান, সকাল ৮টা পাঁচ মিনিটে সন্তান জন্ম দেয়ার পর ৯টায় পরীক্ষাকেন্দ্রে গিয়ে ১০ টায় পরীক্ষায় অংশ নিই। এতে কোন ধরনের সমস্যা হয়নি।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লিপি চাকমা জানান, সকাল আটটা পাঁচ মিনিটে সে কন্যাসন্তান জন্ম দেয়। পরে পরীক্ষায় অংশ নেয়ার জন্যে তাতে ছাড়পত্র দিই।
ফাতেমার খালা সাজেদা বেগম বলেন, ফাতেমা সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সন্তানের জন্ম দিয়েছে। স্বাভাবিকভাবে সেই শিশুর জন্ম হয়েছে। নবজাতককে বাড়িতে রেখে আমাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছে।