মোহরা গৌরাঙ্গ নিকেতন উৎসবে সুজন
‘আত্মনিষ্ঠাই মুক্তির পথ। সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্য অনুশীলনের মাধ্যমে প্রকৃত ধার্মিক হওয়া যায়। সত্যিকার ধর্মচর্চা মানুষের জীবনে চারিত্রিক বৈশিষ্ট্যকে সৎ ও ন্যায়ের পথে চালিত করে। ধর্ম মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়।’
২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর মধ্যম মোহরাস্থ শিল্পপতি সুকুমার চৌধুরী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত শিবকল্পতরু শ্রীমৎ স্বামী ঋষি অদ্বৈতানন্দপুরী মহারাজ স্মরণে শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ ও গৌর নিতাই বিগ্রহের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের মহতী ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন এসব কথা বলেন।
গৌরাঙ্গ নিকেতন উৎসব উদ্যাপন পরিষদের কো-চেয়ারম্যান অমিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, মোহরা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, মোহরা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. নাজিম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মো. জসীম উদ্দীন, খালেদ হোসাইন মাসুক, নগর ছাত্রলীগের সভাপতি মো. ইমরান আহমেদ ইমু, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, আনোয়ারা উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সন্তোষ কুমার নন্দী, গৌরাঙ্গ নিকেতন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক ডা. সজল বৈদ্য। ধর্মীয় আলোচক ছিলেন পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী লক্ষ্মী নারায়ণ কৃপানন্দপুরী মহারাজ, শ্রীমৎ স্বামী গিরিজানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী প্রণবানন্দ অবধূত মহারাজ, শ্রীমৎ স্বামী শম্ভুনাথানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী নির্মোহানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী তপোনানন্দ পুরী মহারাজ, শ্রীমতিলাল ব্রহ্মচারী। নিউটন কুমার মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. খালেদ খান, মামুনুর শহীদ মামুন, ডা. দুলাল ঘোষ, অধ্যাপক দিলীপ চৌধুরী, দীপক দেওয়ানজী, সন্তোষ কুমার ঘোষ, উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা মনোজ কুমার দত্ত, স্বপন কুমার চৌধুরী, কৃষ্ণপদ ঘোষ, সঞ্জয় চৌধুরী, অ্যাডভোকেট শিবু চন্দ্র মজুমদার, অ্যাডভোকেট সাধন চন্দ্র মজুমদার, চান্দগাঁও থানা পূজা পরিষদের সভাপতি সমীরণ মল্লিক, সন্তোষ ঘোষ, অসীম চৌধুরী মিন্টু, আশুতোষ চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, সমর দেব স্বপন, অসিত চৌধুরী, নিপু ভট্টাচার্য্য, টিটন চৌধুরী, পঙ্কজ চৌধুরী, পীযুষ চৌধুরী বসু, রঞ্জন সেন লবা, যীশু চৌধুরী, মিশু চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি