সুপ্রভাত ডেস্ক »
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঈদের ছুটির পর আজ সোমবার তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন।
বেলা ১১টার পর ৬ নম্বর ভবনের সামনে কর্মচারীরা জমায়েত করে। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ থেকে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন কর্মচারীরা।
বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির ও মো. নুরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন।
গতকাল ঘোষিত কর্মসূচি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন তারা।
গত ২২ মে বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে ২৫ মে সন্ধ্যায় প্রকাশ করা হয় গেজেট।


















































