সুপ্রভাত ডেস্ক :
২০১৯ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে চতুর্থ প্রজন্মের বেসরকারি মিডল্যান্ড ব্যাংক। রোববার (২৩ আগস্ট) ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ারহোল্ডারদের নিয়ে সপ্তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ট) অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সালের ব্যাংকের নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্যান্য এজেন্ডাভুক্ত বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ব্যাংকের চেয়ারপারসন নিলুফার জাফরউল্লাহর সভাপতিত্বে সভায় ব্যাংকের শেয়ারহোল্ডার, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ-জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম সভায় উপস্থিত ছিলেন। খবর জাগোনিউজ’র।
বিজনেস