সুুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর ঘটনা সচরাচর দেখা যায় না। বলা যায় বিশ্ব ক্রিকেটের বিরলতম ঘটনাগুলোর একটি ছয় বলে ছয় ছক্কা হাঁকানো। আর শেষ ওভারে চাপের মুখে এমন কথা তো কেউ কল্পনাই করতে পারেনি এতদিন। তবে সেই অসাধ্য সাধন করেছেন এক আইরিশ ক্রিকেটার জন গ্লাস। এলভিএস টি-২০ নামক আয়ারল্যান্ডের এক ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে ১৪৮ রান তাড়া করতে নেমেছিল বালিমিনা একাডেমি। ম্যাচ জিততে শেষ ওভারে দলটির দরকার ছিল ৩৫ রান। ফলে বলা যায় প্রতিপক্ষ ক্রেগাহ ম্যাচ প্রায় জিতেই নিয়েছিল। এমন সময়েই ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক গ্লাস। মাত্র ৩৬ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে বালিমিনাকে অভূতপূর্ব অবস্থায় শিরোপা জেতান তিনি। শেষ ছয় বলে হাঁকান ছয়টি ছক্কা। এখানেই শেষ নয়। খুব কম ক্রিকেটারই পরিবারের সদস্যদের সঙ্গে একই দলে খেলেন, সেটা যে স্তরেই হোক না কেন। জনের ভাই স্যাম শুধু ম্যাচে খেলেনইনি, তার ভাইয়ের মতো দুরন্ত পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছেন তিনিও। প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ নির্ধারিত চার ওভারে স্যামের বোলিং পরিসংখ্যান ৩ রানে ৫ উইকেট। গ্লাস পরিবার তাদের সুপুত্রদের এমন দুরন্ত পারফরম্যান্সে নিশ্চয়ই গর্বিত হবেন। খবর ডেইলি বাংলাদেশ’র