শীর্ষে অবস্থান শতদল ক্লাবের

জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগ

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগ ২০২২ আসরে জয় দিয়ে শেষ করেছে নবাগত শতদল ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল একমাত্র খেলায় তারা ২-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে।

এনিয়ে টানা ৫মসহ মোট ৬ খেলায় জয় পেল স্টেডিয়ামপাড়ার দলটি। আর ৩ খেলায় পরাজিত হয়েছে। এ জয়ের সুবাদে ১৮ পয়েন্ট (৯ খেলায়) নিয়ে শীর্ষে অবস্থান করছে শতদল। ইতোমধ্যে প্রথম বিভাগে অবনমিত বিসিআইসি ক্রীড়া সংসদের বিরুদ্ধে আজ উদয়ন সংঘ জয় পেলে শিরোপা নিশ্চিত করবে। ফলাফলে ব্যতিক্রম হলে শতদল ও ব্রাদার্সের জন্য শিরোপা জয়ের সুযোগ হবে। ১৩ অক্টোবর শেষ দিনে নিজ শেষ খেলায় ব্রাদার্স প্রতিদ্বন্দ্বিতায় নামবে চসিক একাদশের বিরুদ্ধে। ব্রাদার্সের বর্তমান পয়েন্টও ৮ খেলায় ১৫। আর উদয়নের সংগ্রহ ৮ খেলায় ১৬। ১০ পয়েন্ট নিয়ে এবারের আসর শেষ করলো মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।

শুরু থেকে সমানতালে আক্রমণে ছিল শতদল ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সুযোগ নষ্ট করায় প্রথমার্ধ শেষ হয় গোলবিহীন। এ সময় শতদলের নিপু ও মুক্তিযোদ্ধার হেফাজউদ্দিন হাসানের শট বার ঘেষে বাইরে চলে যায়। এরপর দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে নিপু’র অসাধারণ এক শটে গোল পেয়ে এগিয়ে যায় শতদল। বক্সের ডানপ্রান্ত থেকে কুশলী ফরোয়ার্ড নিপু’র বা পায়ের চোখ ধাঁধানো শট বাঁক খেয়ে জাল স্পর্শ করে (১-০)। ৫ মিনিট পর বক্সের বাহির থেকে বদলি অং এর বিপজ্জনক শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমতা আনতে পারেনি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। পরের মুহূর্তে আবারো নিপু একক প্রচেষ্টায় বক্সে ঢুকে শট নিলে আগুয়ান কিপার সুমন দলকে বিপদমুক্ত করেন। যোগ করা ৫ মিনিটে দুই গোল হয়। এরমধ্যে ৪র্থ মিনিটে শতদলের অধিনায়ক সুমন বক্সে ফাঁকায় পেয়ে বল জালে প্লেস করে ব্যবধান ২-০ করেন। শেষ দিকে মুক্তিযোদ্ধার হেফাজউদ্দিন হাসান জালের ঠিকানা খুঁজে পান (২-১)। ম্যাচসেরা নিপু’র হাতে নগদ এক হাজার ও ক্রেস্ট তুলে দেন সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম। আজকের খেলা: মাদারবাড়ী উদয়ন সংঘ-বিসিআইসি ক্রীড়া সংসদ (দুপুর ১টা ১৫), চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি-মোহামেডান ব্লুজ (বিকাল ৩টা ১৫)।