বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাতে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাইকমিশন, ঢাকা এবং ভারতের সহকারী হাইকমিশন, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় একটি গ্রুপ আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আর্টকনের কিউরেটর রিপন এ প্রদর্শনীটি তৈরি করেছেন,এতে ১২ জন শীর্ষস্থানীয় ও প্রতিশ্রুতিশীল দেশের চিত্রশিল্পী রয়েছেন, যাদের বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শিত হবে। শিল্পীদের মধ্যে রয়েছেন আবদুল মান্নান, মো. মুনিরুজ্জামান, সৈয়দা মাহবুবা করিম মিনি, কাদের ভূঁইয়া, সঞ্জিব দাস অপু, কৃতি রঞ্জন বিশ্বাস, প্রশান্ত কর্মকার বুদ্ধ, এস এম মিজানুর রহমান, মো. জাকির হোসেন পুলোক, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী ও মানিক বনিক।
প্রদর্শনীটি ২৫ থেকে ২৭ ডিসেম্বর চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিজ্ঞপ্তি


















































